Logo

অর্থনীতি    >>   মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে খরচ আবারও বাড়ছে

মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে খরচ আবারও বাড়ছে

মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে খরচ আবারও বাড়ছে

মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ আরও বাড়ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইল সেবার ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করেছে। নতুন এই শুল্কের ফলে ১০০ টাকার রিচার্জে গ্রাহকদের ৫৬ টাকার বেশি কর দিতে হবে। একই সঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপরও ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। নতুন এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করেছে এনবিআর। এর আগে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছিল। এর সঙ্গে কার্যকর ভ্যাট ১৮ শতাংশ এবং সারচার্জ এক শতাংশ ধরে সরকার মোবাইল সেবায় বড় আকারের রাজস্ব আয় করে।

বর্তমান ব্যবস্থায় ১০০ টাকার রিচার্জে সিম কর, রাজস্ব ভাগাভাগি ও অন্যান্য কর মিলে গ্রাহকদের সাড়ে ৫৪ টাকা কর দিতে হয়। কিন্তু শুল্ক আরও তিন শতাংশ বাড়ানোর ফলে ১০০ টাকার রিচার্জে করের পরিমাণ ৫৬ টাকার বেশি হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই বাড়তি শুল্ক বছরে অন্তত ১ হাজার কোটি টাকা রাজস্ব বাড়াবে।

তবে নতুন এই কর আরোপ এমন সময়ে করা হয়েছে, যখন দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, গত নভেম্বর মাসে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ৪০ লাখ কমেছে।

মোবাইল অপারেটররা সরকারের এই পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, "শুল্ক বাড়ানোর ফলে মানুষ মোবাইলে কথা বলা কমাতে পারে, যা রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।"

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, "বাজেটের এত আগে শুল্ক বাড়ানোর এই সিদ্ধান্ত অস্বাভাবিক এবং এটি বাড়ানো উচিত নয়।"

২০১৫-১৬ অর্থবছরের বাজেটে মোবাইল ফোনে কথা বলার ওপর প্রথমবারের মতো ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়। এরপর প্রতি বছরই এ শুল্ক বাড়ানো হয়েছে।

মোবাইল ইন্টারনেট ও সেবার খরচ বৃদ্ধির ফলে ব্যবহারকারীরা কেমন সাড়া দেয়, তা সময়ই বলে দেবে। তবে গ্রাহকদের ওপর করের বোঝা বাড়ায় মোবাইল ব্যবহার কমার সম্ভাবনা রয়েছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert